How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

New Titanic will make 2016



তৈরি হচ্ছে আরেক টাইটানিক

টাইটানিক ডুবে যাবার ঠিক একশ বছর পর আবার তৈরি হচ্ছে অবিকল সেই জাহাজআগামী ২০১৬ সালে যাত্রা করতে যাচ্ছে টাইটানিক’-এর উত্তরসূরি টাইটানিক ২এতে থাকছে ৮৪০টি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিলাসবহুল রুম, সুইমিংপুল, জিমনেশিয়াম এবং রেস্টুরেন্টটাইটানিক ২হবে লম্বায় ৮৮৫ ফুট এবং এর ওজন হবে ৪০ হাজার টনএই জাহাজে আরও থাকবে টাইটানিকের মতো সেই পুরনো আমলের আদলে তৈরি একটি কয়লাচালিত ইঞ্জিনঘর, যা জাদুঘর হিসেবে স্থাপন করা হবেনতুন জাহাজটির আসল ইঞ্জিন ঘর হবে পুরোপুরি স্বয়ংক্রিয়অবিকল সেই গড়নএকই দৈর্ঘ্য-প্রস্থ, একই উচ্চতাসেই টাইটানিকের মতো এটিরও থাকবে হুবহু নয়টি তলাডুবে যাওয়া মূল টাইটানিকের মতই এটিও প্রথমেই ভ্রমণে যাবে ইংল্যান্ড থেকে উত্তর অ্যামেরিকার পথেজাহাজটির নির্মাণকারী প্রতিষ্ঠান ব্লু স্টার লাইন কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘সেই টাইটানিক তৈরি করতে যেসব নারী-পুরুষ কাজ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হচ্ছে এই নতুন টাইটানিকসবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের শেষ নাগাদ লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবে নতুন টাইটানিকতবে এর নির্মাণ ব্যয় কত পড়বে তা জানা যায়নি
একুশ শতকের উপযোগী করে নতুন টাইটানিকজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ক্লাইভ পালমারমূল টাইটানিক যে রকম বিলাসবহুল ছিল, নতুনটিও সে রকমই হবেএরই মধ্যে ক্লাইভ ঘোষণা দিয়েছেন এটি কোনোদিনই পানিতে ডুববে নাসাজ-সজ্জা, বিলাসব্যসন সবকিছুতেই এটি হবে পুরনো টাইটানিকের অবিকল প্রতিলিপিতবে শুধু নিরাপত্তার দিকটি হবে আধুনিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এতে ব্যবহার করা হবে একুশ শতকের সর্বাধুনিক প্রযুক্তি এবং নেভিগেশন ব্যবস্থাচীনের জাহাজ নির্মাণকারী সরকারি প্রতিষ্ঠান সিএসসি জিনলিং নতুন এ জাহাজ নির্মাণ করছেএ লক্ষ্যে গত বছরই চুক্তি স্বাক্ষর করেছে টাইটানিক-২ এর স্বত্বাধিকারী কোম্পানি ব্লু স্টার লাইন প্রোপ্রাইটার লিমিটেড
পৃথিবীর সবচেয়ে বড় প্রমোদতরি টাইটানিকও ঘোষণা দিয়েছিল যে, এটি ডুববে না কিন্তু প্রথম ভ্রমণেই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি১৯১২ সালের ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত রাতে) হিমবাহের সঙ্গে ধাক্কা খেয়ে অ্যাটলান্টিকের অতলে হারিয়ে যায় দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল সে জাহাজজাহাজটি ডুবে যায়আর এ ঘটনায় প্রাণ হারায় দেড় হাজারেরও বেশি মানুষ
টাইটানিকের তৃতীয় শ্রেণি বাস্তবে যত না আলোচনার কারণ হয়েছে তার চেয়ে অনেক বেশি আলোচিত হয়েছে জেমস ক্যামেরনের রেকর্ড ভঙ্গকারী জনপ্রিয় সিনেমাটাইটানিকএই চলচ্চিত্রেই তৃতীয় শ্রেণির যাত্রী জ্যাকের সঙ্গে ডিলাক্স শ্রেণির যাত্রী রোজের প্রেম কাহিনী নাড়া দিয়েছিল সারা দুনিয়াকেতৃতীয় শ্রেণির আইরিশ মজুর শ্রেণির যাত্রীদের প্রাণখোলা হই-হুল্লোড় আকৃষ্ট করেছিল রোজকেএকই সঙ্গে টেনেছিল দর্শকদের মনওতাই তাঁর জাহাজে এমন তৃতীয় শ্রেণি অতিরিক্ত আকর্ষণের কারণ হবে বলে আশা করেছেন ক্লাইভ পামারএকেবারে আগের মতোই এখানেও স্টু, আলুর ঝোল আর দেদার আইরিশ নাচের ব্যবস্থা থাকবে বলে জানা গেছেএছাড়া এই জাহাজে আরও দুটি শ্রেণি থাকার কথা ঘোষণা করা হয়েছেএকটি ডিলাক্স ও অন্যটি প্রথম শ্রেণি
জাহাজের ডিলাক্স শ্রেণির বর্ণনা দিতে গিয়ে মালিক নিজেই প্রশংসায় পঞ্চমুখতবে এমন লোভনীয় জাহাজে ডিলাক্সের মজা ছেড়ে তথাকথিত তৃতীয় শ্রেণিতে কেন যাবেন যাত্রীরা? এ নিয়ে অবশ্য বেশ চিন্তায় ছিল কর্তৃপক্ষপরে জানা গেছে, আগের মতো পরিবেশ তৈরি করতে অন্তত এক হাজার যাত্রীকে রাজি করানো গেছে আর সিনেমার অনুকরণে এবারেও জ্যাক-রোজের কাহিনীর পুনরাভিনয় হওয়ার সম্ভাবনা নিয়েও চলছে রসিকতা১০৪ বছর আগের মতো এবারও ব্রিটিশ যাত্রীবাহী ও মালবাহী জাহাজ সংস্থা ব্লু স্টার লাইন’-এর পতাকা নিয়ে যাত্রা শুরু করবে টাইটানিক-২
ক্লাইভ পালমার কুইন্সল্যান্ডের একজন খনি ব্যবসায়ীবর্তমানে পর্যটন শিল্পেও তার ব্যবসা ছড়িয়ে দিয়েছেন তিনিকয়েকটি প্রমোদতরী নির্মাণের পরিকল্পনা রয়েছে তারচীনের সঙ্গে তার জোরালো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে

No comments:

Post a Comment