How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

েক এই ধরেমর পরবর্তন করেন এবং কেব?



২। কে এই ধর্মের প্রবর্তন করেন এবং কবে ?
পৃথিবীর অন্যান্য ধর্মের সংগে হিন্দুধর্মের প্রভেদ এখানে যে কোন বিশেষ ঈশ্বরাদিষ্ট ব্যক্তি এর প্রবর্তক নন বা মানবেতিহাসের কাল প্রবাহে কোন বিশেষ লগ্নে এর উদ্ভব হয়নি। এই ধর্ম দাঁড়িয়ে আছে এমন অগণিত সাধু সন্ত ও ঋষির অতিচেতন অনুভূতি ও আধ্যাত্মিক উপলব্ধির উপর, যাঁদের প্রত্যেকেই ঈশ্বরাদেশপ্রাপ্তরূপে পরিগণিত হবার যোগ্য- এ হলো হিন্দুধর্মের এক অনন্য বৈশিষ্ট্য। হিন্দুধর্মের সুদৃঢ় ভিত্তিস্বরূপ এই আধ্যাত্মিক অনুভূতিসমূহ আমরা যাচাই করে নিতে পারি। গঙ্গানদীর মতো সহস্র সহস্র বৎসর ধরে এর ঐতিহ্যের ধারা প্রবাহমান। সেই কারণেই এই ধর্মের নাম দেওয়া হয়েছে ‘সনাতন ধর্ম’।

No comments:

Post a Comment