How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

িহ্নদু ধরম িক?



১। হিন্দু ধর্ম কি ?
      প্রাচীন পারসিকদের ভাষায় ‘স’ অক্ষর বিকৃত হয়ে ‘হ’ রূপে উচ্চারিত হতো । তাই তারা সিন্ধু নদের এই দেশকে বলত হিন্দুস্তান বা হিন্দুদেশ, এখানকার লোকদের বলত হিন্দু আর তাদের ধর্মকে বলত হিন্দুধর্ম । সেদিক থেকে দেখলে , ভারতে উদ্ভুত সমস্ত ধর্মই- তা সে জৈনধর্ম, বৌদ্ধধর্ম বা শিখ ধর্ম যা- ই হোক না কেন-এক হিন্দুধর্মেরই বিভিন্ন রূপ হয়ে দাঁড়ায়।
তবে সাধারণতঃ, বেদের উপর প্রতিষঠিত এবং আর্যজাতির দ্বারা আচরিত ধর্মকেই হিন্দুধর্মের সংজ্ঞা ধরা হয়। হিন্দু ঐতিহ্য অবশ্য এই ধর্মকে আরো যথাযথভাবে বলা হয় ‘সনাতন ধর্ম’ অর্থাৎ যে ধর্ম সুপ্রাচীন শাশ্বত মূল্যবোধের ধারক ( সনাতন = প্রচীন ও শাশ্বত)।ধর্ম শব্দের অর্থ ‘ যা বিশ্বকে ধারণ করে’ (ধৃ= ধারণ করা)। চূড়ান্ত বিচারে ধর্ম বলতে স্বয়ং ঈশ্বরকেই বোঝায়। তবে গৌণ অর্থে মানুষকে ঈশ্বরোপলব্ধির দ্বারে পৌঁছে দেয় অধ্যাত্মসাধনার এমন যে কোন পথকেই ধর্ম বলা যেতে পারে । অতি প্রাচীনকাল থেকে আরম্ভ করে আধুনিককাল পযর্ন্ত , হিন্দুধর্মে নির্দেশিত অধ্যাত্মসাধনার বিভিন্ন পথ আন্তরিক নিষ্ঠাবান সাধককে ঈশ্বরোপলব্ধিতে উপনীত করে আসছে, ভবিষ্যতেও যে করবে তা সুনিশ্চিত। সেদিকে থেকে ‘সনাতন ধর্ম’ নামটি খুবই সুপ্রযুক্ত।

No comments:

Post a Comment