How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

" Hyansana dum " is the biggest and horrible cave in the world



বৃহত্তম গুহা
পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর গুহা হচ্ছে ভিয়েতনামের হ্যাংসন ডুংএটি মূলত একাধিক গুহার সমন্বয়ে প্রাকৃতিকভাবে তৈরি একটি গুহা নেটওয়ার্কভিয়েতনামের কোং বিন প্রদেশের বো টাচ জেলায় এটি অবস্থিতএটিকে আবার বিশ্বের সবচেয়ে বড় গুহা নেটওয়ার্ক বলা হয়ে থাকেঅত্যন্ত প্রাচীন এই গুহাটি দীর্ঘদিন মানুষের কাছে অনাবিষ্কৃত ছিলএটি আবিষ্কৃত হয় ১৯৯১ সালেগুহাটি প্রথম আবিষ্কার করেন সেখানের স্থানীয় এক ব্যক্তি, যার নাম হো-খানহ
এ গুহার সবচেয়ে বড় কক্ষটির পরিমাপ ২০০ মিটার উচ্চতা এবং ১৫০ মিটার চওড়া, যা মোট ৫.৬ কিলোমিটারভিয়েতনামের জাতীয় উদ্যান ফুং না কিং ব্যাংয়ের পাশেই হ্যাংসন ডুংয়ের অবস্থানরহস্যময় গুহাটি প্রায় ১৫০টি গুহার সমন্বয়ে গঠিতমজার ব্যাপার হলো গবেষক দল গুহাটির আয়তন পরিমাপ করতে পারলেও এর শেষ খুঁজে বের করতে পারেননি

আর এ গুহাটি বিপজ্জনক হওয়ার কারণ হলো, গবেষণা দল গুহা আবিষ্কারের সময় সম্মুখীন হয় নানা বিপদ-আপদেরতারা গুহার মধ্যে পান বিষধর সাপ, বড় মাকড়সা, অদ্ভুত সব প্রাণী ও অজানা-অচেনা বৃক্ষরাজিতারা গুহার মধ্যে দেখতে পান ছোট ছোট পানির ফোয়ারাগুহার মধ্যে রয়েছে অনেক সুড়ঙ্গ পথ, যেসব পথ দিয়ে অতি সহজেই ভিয়েতনামের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত করা যায়গুহার মধ্যে পানির ফোয়ারা ছাড়াও রয়েছে একাধিক জঙ্গলদূর থেকে দেখতে হ্যাংসন ডুংকে দোতলা বাসের মতো মনে হয়যে কারণে হ্যাংসন ডুং অতি আকর্ষণীয় গুহা হিসেবে বিবেচিতপ্রথম দিকে এ গুহা এলাকার দিকে স্থানীয় লোকজন আসতে ভয় পেত, কারণ তারা এ গুহার তলদেশের নদী থেকে উচ্চৈঃস্বরে শব্দ শুনতে পেতগুহাটি আবিষ্কারের পর এখনো এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয় কারণ এই গুহাটি অত্যন্ত ভয়ানকএখানে পৃথিবীর অন্যতম মারাত্দক সব জীবজন্তু ও পোকা-মাকড়ের আবাস

No comments:

Post a Comment