How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

মৃতু সড়ক




                           মৃত্যু সড়ক

সড়ক ব্যবস্থায় বিশ্বের যেসব দেশ এগিয়ে আছে তাদের প্রায় সব দেশেই সড়ক দুর্ঘটনার ঘটনা খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু অবাক শোনালেও এটি সত্যি, এমন কিছু দুর্গম এলাকায় বিপজ্জনক রাস্তা রয়েছে যেগুলোতে ড্রাইভ করা আর গাড়ি নিয়ে প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে সব সড়ককে পেছনে ফেলেছে বলিভিয়ার একটি সড়ক। বলিভিয়ার আমাজন অঞ্চলের আঞ্চলিক রাজধানীর নাম হলো করোইকা। রাজধানী লাপাজ থেকে করোইকা পর্যন্ত যে রাস্তাটি, তার নাম হলো ইউঙ্গাস।
অনেকেই এই সড়কটিকে ডাকেন ডেথ রোড বা মৃত্যু সড়ক বলে। কারণ সড়ক দুর্ঘটনার ঘটনা এই রাস্তায় সবচেয়ে সাধারণ ঘটনার একটি। প্রতিবছর এই রাস্তায় গড়ে ২০০-৩০০ মানুষ মৃত্যুবরণ করে। রাস্তাটির এই দশা হওয়ার প্রধান কারণ পাহাড়ি বাঁক। এত উঁচুতে এত তীক্ষ্ন বাঁক রয়েছে যে এগুলোতে গাড়ি নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই অনভিজ্ঞ চালকরা এসব বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। পাহাড়ি বাঁকগুলোতে গাড়ি আটকানোর জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাড়ি সোজা হাজার ফুট নিচে পড়ে যায়। রাস্তাটির বিভিন্ন জায়গায় রয়েছে অদ্ভুত কিছু সাইনবোর্ড। এসব জায়গায় বেশি দুর্ঘটনার ঘটে বলেই সতর্ক করতে এই সাইনবোর্ডগুলো বসানো হয়েছে

No comments:

Post a Comment