ভাসমান
মানব
বসতি
আদিম যুগের মানুষ পাহাড়ের গুহায় বসবাস করলেও সময়ের পালাবদলে মানুষ বসবাসের আরও অনেক বৈচিত্র্যপূর্ণ জায়গা বেছে নিয়েছে। প্রয়োজনের তাগিদেই শুধু নয় একটু ভিন্নস্বাদ পেতে এমন বাসস্থানের খোঁজ করেছে মানুষ। তবে ভয়ঙ্কর মানব বসতির কথা উঠলে ভাসমান মানব বসতির কথাই সবার আগে ওঠে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে একসময় উপকূলীয় অঞ্চল পানির নিচে বিলীন হবে।
মহাসমুদ্রে ভাসমান মানব বসতি গড়ে তোলার মাধ্যমে এ ধরনের প্রতিকূল অবস্থার মুখোমুখি করা হবে। এখনো পরিকল্পনার অংশ হলেও এটিই হতে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতিতে মানুষের বসবাস। তবে চীনের ফুজিয়ানা প্রদেশের তাংকা জনগোষ্ঠীই সর্বপ্রথম সমুদ্রের জলে মানুষের বসবাসের উদাহরণ স্থাপন করেছে। ৭০০ খ্রিস্টাব্দ থেকে তারা জলের ওপর ভাসমান বসতি গড়ে বসবাস করছে। ইতিহাস বলে, তাং রাজাদের শাসনামলে এক যুদ্ধে পরাজয়ের কারণে তাদের ভূমিতে বসবাসের অধিকার হরণ করা হয়। তারপর তাংকারা পানির ওপর নৌকা-বাড়ির করে বেঁচে থাকার পদ্ধতি রপ্ত করে। সেই উদাহরণ থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাসমান বসবাসের স্থান হিসেবে সমুদ্রের খোলা, উন্মুক্ত জায়গাই হতে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানব বসতি স্থাপন।
No comments:
Post a Comment