চে
গুয়েভারা
সারা
বিশ্বে
বিপ্লবের প্রতীক চে যেন বিপ্লবের অনির্বাণ শিখা। তার পুরো নাম
এর্নেস্তা
চে রাফায়েল গুয়েভারা দে লা সেরনা। বিশ্বজুড়ে তার পরিচিতি চে
গুয়েভারা
কিংবা শুধু চে নামেই। চে গুয়েভারা বিশ্বের মানুষের কাছে এক জীবন্ত
বিপ্লবের
নাম। ষাট ও সত্তর দশকে লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া তথা
বিশ্বের
মুক্তিকামী মানুষের কাছে বিপ্লবের সমার্থক শব্দে পরিণত হয়েছেন।
শুধু
তখনকার বিশ্বই নয়,
আজকের
আধুনিক বিশ্বেও বৈশ্বিক আর আদর্শিক চেতনার প্রতিশব্দ চে। চে ছিলেন
একজন আর্জেন্টিনীয় মার্ঙ্বাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং
কিউবার
বিপ্লবের
প্রধান ব্যক্তিত্ব। আর্নেস্তো গুয়েভারা লিঞ্চ ও ডে লা সেরনার
গর্ভের
সন্তান চে'র জন্ম ১৯২৮ সালের ১৪
জুন। ১৯৫২ সালে বুয়েন্স আয়ার্স থেকে ডাক্তার হয়েই পুরো
লাতিন আমেরিকার সাধারণ মানুষের জীবন-সংগ্রাম উপলদ্ধির
জন্য
পরিভ্রমণ করেন। ১৯৫৪ সালে সিআইএ পরিচালিত এক সামরিক অভিযানে
গুয়েতেমালার
জাকাবো আরবেনজের নির্বাচিত সরকারের উৎখাত সময়ের প্রত্যক্ষদর্শী
ছিলেন
চে। রাজনৈতিক কার্যকলাপের দায়ে মৃত্যু পরোয়ানা জারি। গুয়েতেমালা
ত্যাগ
করে বাধ্য হয়ে মেক্সিকোতে আশ্রয় গ্রহণ করেন চে। কিউবার স্বৈরতন্ত্রী
সরকার
ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে নির্বাসিত কিউবার
বিপ্লবীরা
সেই সময়ে মেক্সিকোতে। আরেক বিপ্লবী কাস্ত্রোর সানি্নধ্য এবং
প্রচেষ্টায়
নতুন ইতিহাস লিখতে সমর্থ হন বিপ্লবী গেরিলা চে।
No comments:
Post a Comment