How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

60 years without the bath



গোসল না করে ৬০ বছর !



গোসল না করে কতদিন থাকতে পারবেন? পানি না ধরে, না ছুয়ে? কিন্তু একজন ৬০ বছর পার করেছেন! আমু হাজি তার নাম
হাত-মুখ না ধুয়ে, গোসল না করে, শরীরে পানির স্পর্শ না দিয়ে পার করেছেন ৬০ বছর৮০ বছর বয়স্ক এই ভদ্রলোক ইরানের দক্ষিনের ফারস শহরের দেজগাহ গ্রামের অধিবাসী তিনি অবসরে তামাক টানার পরিবর্তে পশুপাখির পচা মল হুকুর মাধ্যমে টানেন
২০ বছর বয়স থেকে বনে বাস করেনশরীর ধোয়ার জন্য তিনি শরীরে পানি স্পর্শ করেন না, কারণ তিনি বিশ্বাস করেন পানি দিয়ে ধুলে তিনি অসুস্থ হয়ে পড়বেন
একবার কয়েকজন যুবক তাকে গোসল করানোর চেষ্টা করলে তিনি কোন রকমে পালিয়ে আসেন রাতের বেলায় তিনি একটি গর্তে ঘুমান যেটি স্থানীয় লোকজন তৈরী করে দেয়
তিনি মৃত পশুপাখির পচা মাংশ খেয়ে জীবন ধারণ করেননিজের চেহারা দেখার জন্য তিনি গাড়ির একটি লুকিং গ্লাস ব্যবহার করেন চুল কাটার প্রয়োজন হলে আগুন দিয়ে তিনি তা পুড়িয়ে ছোট করেনপোশাক বলতে ছেড়া নেকড়া এবং শীত থেকে বাঁচতে একটি হেলমেটও ব্যবহার করেন

No comments:

Post a Comment