How to download from youtube easily?

entertainments, Youtube Channels, software
Welcome to edu-knowledgeall.blogspot.com every Education knowledge for all

Highest achivement



সবচেয়ে বেশি কারা




            ১। চূড়ান্ত পর্বের সবচেয়ে বেশি উপস্থিতি ----ব্রাজিল (২০ বার ) ।
            ২। সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে কোন দেশ ? ---- ব্রাজিল ( ৫ বার ) ।
            ৩। সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল কোনটি ? ---- ব্রাজিল ও আর্জেন্টিনা ( ৭ বার )
            ৪। সবচেয়ে বেশিবার টুর্নামেন্ট খেলে দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারা দল কোনটি ? ---- স্কটল্যান্ড (৮ বার)।
            ৫। সবচেয়ে বেশি টানা শিরোপা জিতেছে কোন দেশ ? ---- (২ বার ) ইতালি (১৯৩৪, ১৯৩৮ ), ব্রাজিল ( ১৯৫৮, ১৯৬২ ) ।
            ৬। সবচেয়ে বেশি টানা ফাইনাল খেলেছে কোন দেশ ? ---- ( ৩ বার ) জার্মানি ( ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ) ব্রাজিল ( ১৯৯৪, ১৯৯৮, ২০০২)
            ৭। সবচেয়ে বেশি টানা জয় কোন দেশের ? ---- ব্রাজিল (১১ বার ) ( ২০০২-২০০৬) ।
            ৮। সবচেয়ে বেশিবার অংশগ্রহণ কোন খেলোয়াড় ? ---- ( ৫ বার ) আন্তোনিও কারবাজাল (মেক্সিকো , ১৯৫০-১৯৬৬ ) , এবং লোথার ম্যাথাউস ( জার্মানি, ১৯৮২-১৯৯৮)।
            ৯। সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার কে ? ---- লোথার ম্যাথাউস ( জার্মানি , ২৫ টি ম্যাচ )
            ১০। এক ম্যাচে সবচেয়ে বেশি গোল কার ? ---- ৫ টি, ওলেগ সালেঙ্কো ( রাশিয়া – ক্যামেরুন, ১১৯৪) ।
            ১১। সবচেয়ে বেশি হ্যাটট্রিক কার ? ---- ২ টি স্যান্ডর ককসিস ( হাঙ্গেরি , ১৯৫৪) , জাঁ ফন্টেইন ( ফ্রান্স, ১৯৫৮), জার্ড মুলার ( জার্মানি,  ১৯৭০ ) ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা ( আর্জেন্টিনা---১১৯৪, ১৯৯৮)
            ১২। সর্ব কনিষ্ঠ গোলদাতা কে ? ---- পেলে ( ব্রাজিল, ১৭ বছর ২৩৯ দিন )
            ১৩। সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক কার ? ---- পেলে ( ১৭ বছর ২৪৪ দিন, ব্রাজিল – ফ্রান্স, ১৯৫৮) ।
            ১৪। দ্রুততম  গোল করেন কে ? ---- ১১ সেকেন্ড, হাকান সুকুর ( তুরস্ক – কোরিয়া, ২০০২) ।
            ১৫। সবচেয়ে বেশি গোলের ম্যাচ কোনটি ? ---- অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪ ।
            ১৬। সবচেয়ে বেশি সময় গোল না খাওয়া গোলরক্ষক কে ? ---- ওয়াল্টার জেঙ্গা, ৫১৭ মিনিট ( ইতালি, ১৯৯০ )।
            ১৭। সবচেয়ে বেশি বয়সী কোচ কে ? ---- অটো রেহেগাল ( ৭১ বছর ৩১৭ দিন, গ্রিস ২০১০ )।
            ১৮। খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয় করেন কে ? ---- মারি ও জাগালো এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ।
            ১৯। দ্রুততম লাল কার্ড পান কে? ---- ৫৬ সেকেন্ড, হোসে বাতিস্তা ( উরুগুয়ে – স্কটল্যান্ড ১৯৮৬) ।
            ২০। সবচেয়ে বেশি গোল করেছে কোন দেশ ? ---- ২১০ টি, ব্রাজিল ।
            ২১। এক আসরে সবচেয়ে গোল কার ? ---- জাঁ ফন্টেইন ( ১৯৫৮ )
            ২২। সবচেয়ে বেশি বার বিশ্বকাপ জয়ী ফুটবলার কে ? ---- পেলে ( ব্রাজিল )
***      বেঞ্ঝে থেকে লাল কার্ড দেখা ফুটবলার কে ? ---- ক্লদিও ক্যানিজিয়া ( আর্জেন্টিনা- সুইডেন, ২০০২ )

1 comment:

  1. Hotels Close to Crown Casino Perth City 10cric login 10cric login 메리트 카지노 고객센터 메리트 카지노 고객센터 william hill william hill 733nfl week 17 parlay picks (12/12/21) | vntopbet

    ReplyDelete